১৭ মার্চ বাংলাদেশে আসছেন না মোদি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার আসার বিষয়ে নিশ্চিত করা হয়েছিল।
তবে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কাঁটছাটের সিদ্ধান্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মোদির ঢাকা সফর পেছানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিকদের জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সূচিতে পরিবর্তনের কথা জানিয়েছে ঢাকা। সেদিন বড় একটি জনসমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অনুষ্ঠানমালার নতুন সূচি পরবর্তীতে নয়াদিল্লিকে জানানোর কথা বলেছে বাংলাদেশ সরকার।
মুখপাত্র বলেন, ‘এ কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী সপ্তাহের ঢাকা সফর পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারত।’
Comments