করোনাভাইরাস: হটলাইনে যুক্ত হলো নতুন নম্বর

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাদের হটলাইন নম্বর চারটি থেকে বাড়িয়ে ১২টি করেছে।

গতকাল রোববার দেশে তিন করোনাভাইরাস রোগী শনাক্তের পর আজ হটলাইনের সংখ্যা বাড়ানো হলো।

আইইডিসিআর সূত্র জানায়, করোনাভাইরাস সতর্কতার প্রথম স্তর থেকে তৃতীয় স্তরে উন্নীত হওয়ায় হটলাইনের সংখ্যা বাড়ানো হয়েছে।

আইইডিসিআর আরও জানায়, যোগাযোগ করা হলে, প্রয়োজন অনুসারে বিশেষ মেডিকেল দল সন্দেহভাজন করোনভাইরাস রোগী পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে।

আইইডিসিআরের হটলাইন নম্বরগুলো হলো-

০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১ 

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

1h ago