চুক্তিতে আছেন, ব্যাটিংয়ে নামার আগে জানতে পেরেছিলেন সৌম্য
আগের দিন প্রকাশিত ১৬ জনের কেন্দ্রীয় চুক্তিতে নাম ছিল না সৌম্য সরকারের। ভুলক্রমে বাদ পড়া সে নাম যোগ করা হয়েছে পরে। ৩০ বলে ৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জেতানোর পর সৌম্য জানালেন, স্বস্তির খবরটা জেনেছিলেন ব্যাট করতে নামার আগেই।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনেকদিন পর দেখা গেছে সৌম্যের ঝাঁজালো রূপ। লিটন দাস আর তিনে নামা সৌম্যের ঝড়ো ফিফটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রান করে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৪৮ রানে।
এই ম্যাচের আগে সৌম্যের চুক্তিতে না থাকা ও পরে যুক্ত হওয়া জন্ম দেয় আলোচনার। গত বছরের চুক্তিতেও ছিলেন না তিনি। কিন্তু তিন ফরম্যাটে ৩০ ম্যাচের মধ্যে ২৫ ম্যাচেই খেলায় ছিলেন তিনি। ওয়ানডে ও টেস্টে রান করায় ছিলেন দলের তিন নম্বরে। লাল বল ও সাদা বলের আলাদা চুক্তিতে সৌম্যের না থাকা ছিল বিস্ময়ের। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন পরে যে কারণ জানান, তা আরও বেশি বিস্ময়কর। ভিন্ন রকমের চুক্তি তালিকা করতে গিয়ে নাকি টাইপিংয়ের ভুলে বাদ যান সৌম্য!
ম্যাচ সেরা হয়ে আসা সৌম্য জানান আগের দিন চুক্তিতে নাম না দেখেও ভড়কে যাননি তিনি, ‘
সত্যি কথা বলতে না, ওভাবে চিন্তা করিনি। চিন্তায় ছিলাম, বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। ফোকাস বেশি ছিলাম। ওই জিনিসটাতো আমার হাতে নেই, চাইলেওতো আমি বদল করতে পরবো না।’
অবশ্য সেই বদল হয়েছে দ্রুতই। ১৬ জনের বদলে চুক্তির তালিকা হচ্ছে ১৭ জনের। এই খবর সৌম্য জেনে না থাকলে বোঝা যেত উপেক্ষা থেকেই এমন তাণ্ডব তার। কিন্তু জানালেন ব্যাট করতে নামার আগেই খবরটা পেয়ে যান তিনি, ‘ব্যাটিংয়ের আগেই জেনেছিলাম(চুক্তিতে আছেন)’
Comments