অবরুদ্ধ হয়ে বাঁচার চেষ্টা ইতালির

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে ইতালি। ইতোমধ্যে ইউরোপের এ দেশটির ২০ অঞ্চলের সবগুলোতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে পুরো ইতালিতে ভ্রমণ ও জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
Coronavirus
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে মাস্ক পরে আছেন ইতালির এক নাগরিক। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে ইতালি। ইতোমধ্যে ইউরোপের এ দেশটির ২০ অঞ্চলের সবগুলোতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে পুরো ইতালিতে ভ্রমণ ও জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৭ জন। আক্রান্ত ৯ হাজার ১৭২ জন।

আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির নাগরিক ও সেখানে বসবাসরত সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে। এ ছাড়া, জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে হলে অনুমতি চাইতে হবে বলে জানানো হয়েছে।

তিনি বলেছেন, মারাত্মক ঝুঁকিপূর্ণ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। আর বেশি সময় নেই।

‘আমাদের এখানে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় সবচেয়ে ভালো হবে ঘরে থাকা’, বলেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে খেলাসহ অন্যান্য কর্মসূচি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছেন ৪ হাজার ৯ জন। আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জন।

আরও পড়ুন:

করোনা ভীতি কাটানোয় কেরালার অনুকরণীয় দৃষ্টান্ত

প্রতি ১৯ দিনে করোনার বিস্তার ১০ গুণ বাড়তে পারে: চীনা গবেষণা

Comments

The Daily Star  | English

Power supply may not improve anytime soon

The power supply situation has further deteriorated across the country as another power plant has completely shut and there is no sign of increasing generation in the immediate future.

5h ago