করোনায় বাতিল হওয়ার শঙ্কায় আইপিএলও

Kane Williamson-IPL
ফাইল ছবি: এএফপি

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মাঝেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি আইপিএল যথাসময়ে আয়োজন করার আশ্বাস দিয়েছেন কদিন আগে। তবে দেশটির সংবাদমাধ্যম এবিপি নিউজের দাবি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসর এবার অনুষ্ঠিত না-ও হতে পারে।

সূচি অনুসারে, ২০২০ সালের আইপিএল শুরু হবে আগামী ২৯ মার্চ। দুই মাসব্যাপী আসরের ফাইনাল ম্যাচটি হবে আগামী ২৪ মে। কিন্তু সংবাদমাধ্যমটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, যদি ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পায় এবং পরিস্থিতির অবনতি হয়, তাহলে আইপিএল বাতিল করা হতে পারে। কারণ ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে প্রতিযোগিতাটি স্থগিত করে অন্য কোনো সময়ে আয়োজন করা খুবই কঠিন হবে।

সম্প্রতি মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের ব্যক্তব্যে আইপিএল বাতিলের শঙ্কা জোরালো হয়েছে। সৌরভের আশ্বাসবাণীর উল্টো সুরে ভারতীয় গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘যখন এক জায়গায় অনেক বেশি লোক জড়ো হয়, তখন রোগ ছড়ানোর আশঙ্কা সবসময় থাকে। এমন ইভেন্ট (আইপিএল) চাইলেই পরেও আয়োজন করা যায়।’

তোপের মন্তব্যের পর দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। কারণ বিসিসিআই সভাপতি সৌরভ দিন কয়েক আগে জানিয়েছিলেন, আইপিএলের সূচি পাল্টানো হবে না, ‘আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেব। আমি এখনো নিশ্চিতভাবে জানি না সেগুলো কী। চিকিৎসক দল এ ব্যাপারে আমাদের জানাবে। আমাদের চিকিৎসক দল এরই মধ্যে হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করেছে, যেন সবকিছু আমাদের হাতের কাছে থাকে।’

ভারতসহ বিশ্বের একশর বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভাইরাসটি দ্বারা সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ এড়াতে বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্ট বাতিল ও স্থগিত করা হয়েছে। আর কেবল আইপিএল নয়, বাতিল হওয়ার শঙ্কায় আছে ২০২০ টোকিও অলিম্পিকও।

Comments

The Daily Star  | English
Bangladesh garment exports face US tariff hike

Can Bangladesh retain its foothold in US market?

As Bangladesh races against a July 9 deadline to secure a lower tariff regime with the United States, the stakes could not be higher.

14h ago