কাঠের দরজার ভেতরে কৌশলে মাদক চোরাচালান
মাদক চোরাচালানের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে খাদেম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আটকের সময় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার লালমনিরহাট ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন আটকের বিষয়টি জানান। গতকাল দিবাগত রাতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
খাদেম আলী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
মকবুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে খাদেম আলী জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে তিনি কাঠের দরজার ভেতরে কোটর তৈরি করে মাদকদ্রব্য পাচার করে আসছিলেন। আপাতত দৃষ্টিতে কাঠের দরজা মনে হলেও কৌশলে এর ভেতরে কোটর তৈরি করে গাঁজা পাচার করা হতো। লালমনিরহাট থেকে রংপুর পর্যন্ত প্রতি কেজি গাঁজা পাচার করতে খাদেম ৫ হাজার টাকা পেতেন।
Comments