বন্ধ নয়, দেশের সব স্কুলে সতর্কতার নির্দেশনা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়া হয়।
প্রতীকি ছবি। স্টার ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অধিদপ্তরের অধীন সব কার্যালয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত সচেতনতার বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে।

শিক্ষার্থী জানাতে বলা হয়েছে, কীভাবে করোনাভাইরাস ছড়ায়; এই রোগের লক্ষণ কী কী ও প্রতিকারের উপায় কী। একইসঙ্গে ব্যক্তিগত সচেতনতার বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে; অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না; কাশি শিষ্টাচার মেনে চলতে হবে, হাঁচি বা কাশি এলে টিস্যু পেপার কিংবা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে; অসুস্থ পশু-পাখির সংস্পর্শ পরিহার করতে হবে; মাছ-মাংস ভালোভাবে রান্না করতে হবে; অসুস্থ অবস্থায় ঘরে থাকতে হবে, কোনো কারণে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে; প্রয়োজন ছাড়া যে কোনো জনসমাগম এড়িয়ে চলতে হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লক্ষণ দেখা দিলে আইইডিসিআর’র নিয়ন্ত্রণ কক্ষ (০১৭০০৭০৫৭৩৭) অথবা (০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫) হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English
As things stand, Bangladesh election is all but doomed

244 aspirants to fight for 20 seats in Dhaka

A total of 21 aspirants, the highest of all seats, will contest for the Dhaka-5 constituency, which consists of areas of Demra and a part of Kadamtali

37m ago