দুর্নীতির ২ মামলায় নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের জামিন
দুর্নীতির দুই মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও দুই মেয়ে—অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে জামিন দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সিগমা হুদা ও তার দুই মেয়ে।
আদালত আগামী ২২ এপ্রিল মামলা দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
প্রায় ছয় কোটি ৭৩ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে গত ৯ জানুয়ারি এই তিন জনের বিরুদ্ধে দুটি মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।
দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়।
একটি মামলার নথি থেকে জানা যায়, সেলিমা ও শ্রাবন্তী হুদা প্রায় ২ কোটি ৬৭ লাখ টাকা যুক্তরাজ্যে পাচার করেছেন। পাচার করা অর্থে ২০০৬ সালের ১২ ডিসেম্বর যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট কেনেন তারা।
অপর মামলার নথি থেকে জানা যায়, সেলিমা ও তার মা সিগমা যুক্তরাজ্যে প্রায় ৪ কোটি ৬ লাখ টাকা পাচার করেছেন এবং ২০০৩ সালের ২৬ জুন আরও একটি ফ্ল্যাট কিনেছেন।
মামলার তদন্ত শেষে দুদকের প্রতিবেদনে বলা হয়, ফ্ল্যাট কেনার টাকা তারা অবৈধভাবে উপার্জন করেছেন।
Comments