জি কে শামীমের ৪ দেহরক্ষীর জামিন নাকচ
অর্থপাচার মামলায় শীর্ষস্থানীয় ঠিকাদার জি কে শামীমের চার দেহরক্ষীর জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। এ ছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) কে আগামী চার মাসের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার আদেশ দিয়েছেন আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার আসামিরা হলেন—জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন এবং সামশাদ হোসেন।
আবেদনকারীদের আইনজীবী শামীম সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, তাদের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে এবং তারা কারাগারে গত পাঁচ মাস ধরে আছেন বিধায় হাইকোর্ট তাদের জামিন আবেদন নাকচ করেছেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, জি কে শামীমের অর্থ পাচারের অপরাধে তার চার দেহরক্ষী সহযোগিতা করেছেন। আর এজন্যই হাইকোর্ট জামিন আবেদন নাকচ করেছেন।
চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে গত বছর ২০ সেপ্টেম্বর যুবলীগ নেতা জি কে শামীমকে গ্রেপ্তার করে র্যাব। শামীমের সঙ্গে তার সাত দেহরক্ষীকেও আটক করা হয়।
রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর ও নগদ প্রায় এক কোটি ৮০ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে।
গত ২১ সেপ্টেম্বর র্যাব জি কে শামীমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে। মামলায় তার দেহরক্ষীদের গ্রেপ্তার দেখানো হয়।
Comments