মানিকগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
মানিকগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগে এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
গত রোববার স্থানীয় এক নারীর লিখিত অভিযোগের পর সিংগাইর উপজেলার একটি পুলিশ তদন্ত কেন্দ্রের ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাকে জেলা পুলিশ লাইনসে পাঠানো হয়েছে।
গত ৭ মার্চ মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা প্রায়ই মোবাইল ফোনে উত্যক্ত করতেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই নারীকে জোরপূর্বক অফিসে ডেকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রোববার অভিযোগ পাওয়ার পরদিনই অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। কেন প্রত্যাহার করা হয়েছে সেটিও বুঝতে পারছেন না।
Comments