অস্ত্র আমদানিতে ভারত দ্বিতীয়, শীর্ষে সৌদি আরব

অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, শীর্ষস্থানে সৌদি আরব। অন্যদিকে, অস্ত্র রপ্তানিকারকদের তালিকায় শীর্ষ ২৫ দেশের মধ্যে ভারতের অবস্থান ২৩। ভারত সবচেয়ে বেশি অস্ত্র মিয়ানমার, শ্রীলংকা ও মরিশাসে রপ্তানি করে।
রয়টার্স ফাইল ছবি

অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, শীর্ষস্থানে সৌদি আরব। অন্যদিকে, অস্ত্র রপ্তানিকারকদের তালিকায় শীর্ষ ২৫ দেশের মধ্যে ভারতের অবস্থান ২৩। ভারত সবচেয়ে বেশি অস্ত্র মিয়ানমার, শ্রীলংকা ও মরিশাসে রপ্তানি করে।

টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে। ‘টেন্ডস ইন ইন্টারন্যাশনাল আমর্স ট্রান্সফার ২০১৯’ শীর্ষক ওই প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরে বিশ্বব্যাপী মোট অস্ত্র আমদানির ৯ দশমিক ২ শতাংশ করেছে ভারত। অন্যদিকে, শীর্ষে থাকা সৌদি আরব ১২ শতাংশ, পঞ্চম অবস্থানে থাকা চীন ৪ দশমিক ৩ শতাংশ এবং  একাদশ অবস্থানে থাকা পাকিস্তান আমদানি করেছে ২ দশমিক ৬ শতাংশ অস্ত্র।

প্রতিবেদনে বলা হয়, ২০১০-১৪ ও ২০১৫-১৯ সময়কালে ভারতে ৩২ ভাগ ও পাকিস্তানে ৩৯ ভাগ অস্ত্র আমদানি কমেছে। সমরাস্ত্রের জন্য আমদানি নির্ভর হলেও দেশদুটি এখন নিজেরাই অস্ত্র উৎপাদনে জোর দিচ্ছে।

ভারত যুদ্ধবিমান, হেলিকপ্টার, ডুবোজাহাজ, রণতরী, কামান, অ্যাসাল্ট রাইফেলসহ অন্যান্য অস্ত্র রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরাইলের কাছ থেকে আমদানি করে থাকে। অন্যদিকে, পাকিস্তান মূলত চীন ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সংগ্রহ করে।

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

12h ago