করোনাভাইরাস: ১৪ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদি আরবের
করোনাভাইরাসের কারণে নাগরিকদের ১৪টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, মিশর, ইরাক, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, তুরস্ক ও স্পেন।
ওই দেশগুলোর নাগরিক এবং গত ১৪ দিনে সেসব দেশে যারা ভ্রমণ করেছেন তাদেরকেও সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সৌদি দূতাবাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, আরব আমিরাতে অবস্থানরত সৌদি নাগরিকরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফিরতে পারবেন।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে সৌদি যাওয়া যাবে। এ ছাড়া, আল-বাথার স্থলবন্দর ব্যবহার করেও সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরতে পারবেন সৌদি নাগরিকেরা।
Comments