মিরপুরে রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুর এলাকায় রূপনগর বস্তিতে আগুন লেগেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
Rupnagar fire
মিরপুরে রূপনগর বস্তিতে আগুন। ছবি: ইউএনবি

রাজধানীর মিরপুর এলাকায় রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে তাদের ২৫টি ইউনিট কাজ করছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার।

এরইমধ্যে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, বস্তিতে ৬০০ থেকে ৭০০ ঘর আছে। প্রায় ২০০ ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

5h ago