করোনাভাইরাস: সৌদি আরবে সিসা, তামাকে নিষেধাজ্ঞা
নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সিসা ও তামাক নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
ক্যাফে ও রেস্তোরাঁগুলোতে তামাক ও সিসা পরিবেশন না করার নির্দেশ দিয়েছে দেশটির নগর ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে টুইটে জানিয়েছে মন্ত্রণালয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাউফিক আল রাবিহ এই নিষেধাজ্ঞা বিষয়ে বলেন, তামাক ও সিসা ভাগাভাগি করে খাওয়া হয় বলে এর মাধ্যমে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে।
দেশটির সংবাদ সংস্থা আজেলের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, রাজধানী রিয়াদসহ অন্যান্য কয়েকটি নগর কর্তৃপক্ষ আদেশটি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে।
Comments