শুরুর ধাক্কা সামলে ইনিংস মেরামত করছে জিম্বাবুয়ে
ইনিংসের তৃতীয় বলেই জায়গায় দাঁড়িয়ে শট খেলে চার আদায় করে নিয়েছিলেন টিনাশে কামুনহুকামুই। তাতে মনে হয়েছিল, সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে কিছুটা আক্রমণাত্মক ভূমিকায় থাকবে জিম্বাবুয়ে। কিন্তু দলীয় ১২ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খোলসে আবদ্ধ হয়ে পড়েছে দলটি। শুরুর ধাক্কা সামলে সাবধানী ব্যাটিংয়ে ধীরে ধীরে এগোচ্ছে সফরকারীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বুধবার (১১ মার্চ) বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৬২ রান। ২৪ রানে ব্যাট করছেন ওপেনার ব্রেন্ডন টেইলর। তার সঙ্গী ক্রেইগ আরভিন ব্যাট করছেন ২৮ রানে।
আগের ম্যাচে বাদ পড়া আল-আমিন হোসেন এদিন একাদশে ফিরে প্রথম ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশকে। তার বলে স্কুপ করতে চেয়েছিলেন কামুনহুকামুই। ঠিকভাবে লাগাতে পারেননি। বল চলে সোজা উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকুর রহিমের হাতে। ১০ বলে ১০ রান করেন কামুনহুকামুই।
এরপর আরেক ওপেনার টেইলরের সঙ্গে জুটি বাঁধেন আরভিন। কিছুটা ধীর গতিতে ব্যাট করে ইনিংস মেরামতের চেষ্টা করছেন তারা। এর মধ্যেই দুজনের জুটি পঞ্চাশ রান পার করেছে। ৫৫ বলে আসে জুটির ফিফটি।
টেস্ট দিয়ে শুরু হওয়া সিরিজে দাপট দেখিয়ে চলেছে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে ইনিংস ব্যবধানে একমাত্র টেস্ট জেতার পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে তারা হোয়াইটওয়াশ করে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে। সেই সিরিজ দিয়েই নেতৃত্বের ইতি টানেন মাশরাফি।
এবার মাহমুদউল্লাহর অধিনায়কত্বে টি-টোয়েন্টি সিরিজও জিতলে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে এক দফায় তিন সংস্করণেই জিতবে বাংলাদেশ। পাশাপাশি, এক সিরিজে তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো সবগুলো ম্যাচে জয়ও মিলবে।
Comments