তৃতীয় দফার পাকিস্তান সফরও শঙ্কায়

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্বেগময় পরিস্থিতিতে মুজিববর্ষের আয়োজন স্থগিত করেছে বিসিবি। এই অবস্থায় আগামী এপ্রিল মাসের শুরুতে বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফরও পড়েছে শঙ্কায়।
বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান নাজমুল হাসান করোনাভাইরসের কারণে তাদের পরিকল্পনা বদলে যাওয়ার কথা জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেকদিন থেকে প্রস্তুতি নিয়ে বড় আয়োজনের পরিকল্পনা করেছিল বোর্ড।
আগামী ১৮ মার্চ কনসার্ট। এরপর ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ-অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল মিরপুরে। কিন্তু দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণের পর এই আয়োজন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।
করোনাভাইরাস বাংলাদেশের আগেই হানা দিয়েছিল পাকিস্তানে। কোভিড-১৯ রোগে আক্রান্ত বেশ কয়েকজনকে পাওয়া যাওয়ায় করাচিতে আগামী ১৩ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই সিদ্ধান্তের মেয়াদ আরও বাড়বে এবং তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার।
সেই করাচিতেই ১ এপ্রিল একমাত্র ওয়ানডের পর ৭ এপ্রিল থেকে টেস্ট খেলার সূচি আছে তামিম ইকবাল-মুমিনুল হকদের। কিন্তু সিরিজটি এই সূচিতে হবে কি-না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বোর্ড প্রধান বলেছেন, এই মুহূর্তে ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানো ঠিক হবে কি-না, তা ঠিক করতে সভায় বসবেন তারা, ‘দেখি ওটা নিয়েও কথা বলব। ধাপে ধাপে দেখব। ওটা নিয়েও আমরা বসব।’
আন্তর্জাতিক আয়োজন স্থগিত হলেও ঘরোয়া ক্রিকেট চলমান থাকছে। আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ। দু'একদিন এদিক-সেদিক হলেও লিগ নিয়ে নেই কোন শঙ্কা।
Comments