সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

লক্ষ্যটা খুব বড় নয়। ১২০ রানের। এ লক্ষ্য তাড়া করে জিততে তেড়েফুঁড়ে মারার খুব একটা প্রয়োজন নেই। দেখে শুনে ব্যাট করলেই চলে। আর ঠিক তাই করছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও মোহাম্মদ নাঈম শেখ। দুই ওপেনারের সাবধানী ব্যাটিংয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ।
ছবি: ফিরোজ আহমেদ

লক্ষ্যটা খুব বড় নয়। ১২০ রানের। এ লক্ষ্য তাড়া করে জিততে তেড়েফুঁড়ে মারার খুব একটা প্রয়োজন নেই। দেখে শুনে ব্যাট করলেই চলে। আর ঠিক তাই করছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও মোহাম্মদ নাঈম শেখ। দুই ওপেনারের সাবধানী ব্যাটিংয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার নিয়মিত ওপেনার তামিম ইকবালকে বিশ্রাম দিয়ে মাঠে নামে বাংলাদেশ। তার জায়গায় সুযোগ মিলে নাঈমের। আর সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি। লিটনের সঙ্গে জুটিটাও জমেছে বেশ। পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাট না করলেও উইকেট হারায়নি দলটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৫৫ রান। ২৭ রানে ব্যাট করছেন লিটন। তার সঙ্গী নাঈমও ব্যাট করছেন ২৭ রানে।

এর আগে ব্রেন্ডন টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় জিম্বাবুয়ে। চলতি বাংলাদেশ সফরে এদিনই প্রথম রানের দেখা পান টেইলর। তবে তার রানে ফেরার দিনে ব্যর্থ তার সতীর্থরা। তাই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নেমে এক প্রান্ত আগলে রাখলেও পুঁজি বড় হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানে থামে তাদের ইনিংস।

এ ম্যাচ হারলে এ সফর থেকে খালি হাতেই ফিরতে হবে দলটিকে। কারণ এর আগে একমাত্র টেস্ট ম্যাচ হারার পর ওয়ানডে সিরিজে হোয়াইটওউয়াশ হয় তারা। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হার মেনেছে জিম্বাবুয়ে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now