সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের অবস্থার উন্নতি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফাহিমা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল মঙ্গলবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল ১৮ সদস্যদের একটি মেডিকেল টিম ছয় ঘণ্টার চেষ্টায় শিক্ষকের বিচ্ছিন্ন হাত জোড়া লাগান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম দ্য ডেইলি স্টারকে আজ জানান, ‘তার অবস্থার উন্নতি হয়েছে। তিনি খাবার খেতে পারছেন এবং কথাও বলতে পারছেন।’
ফাহিমা বেগমকে আজ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হবে এবং বৃহস্পতিবার কেবিনে দেয়া হবে বলেও জানান তিনি।
আবুল কালাম জানান, আরও কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে ফাহিমার।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে শিক্ষাসফরে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে শিক্ষক ফাহিমা বেগম ও ১৫ শিক্ষার্থী আহত হন।
দুর্ঘটনার পরপরই ফাহিমা বেগমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
Comments