করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে ৭০ ভাগ জার্মান: আঙ্গেলা ম্যার্কেল
জার্মানির ৭০ ভাগ জনগণ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিষয়ক দেশটির প্রতিক্রিয়া নিয়ে আজ বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানায় সংবাদমাধ্যম রয়টার্স।
এ প্রসঙ্গে তিনি বলেন, এ ভাইরাস থেকে রক্ষার জন্য কারো কোনো প্রতিষেধক নেওয়া নেই বলে দেশের জনগণের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষ এতে সংক্রমিত হতে পারেন।
ম্যার্কেল বলেন, ‘ভাইরাসটি ইউরোপেই আছে। এটি আছে এবং আমাদের তা বুঝতে হবে।’
প্রবীণ এবং আগে থেকেই যাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ, তারাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নতুন করোনাভাইরাসের আক্রমণ থেকে তাদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, জার্মানিতে এ পর্যন্ত দেড় হাজারের বেশি লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিন জন মারা গেছেন।
Comments