‘বার্কোস-কলিনদ্রেসের বোঝাপড়াটা স্বামী-স্ত্রীর মতো’
এশিয়ার মঞ্চে অভিষেক ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বসুন্ধরা কিংস। প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে তারা। আর সেকারণেই হয়তোবা আনন্দের আতিশয্যে দলটির কোচ অস্কার ব্রুজোন ব্যবহার করেছেন অদ্ভুত উপমা! দলের দুই সেরা পারফর্মার হার্নান বার্কোস ও দানিয়েল কলিনদ্রেসের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, দুজনের রসায়ন অনেকটা স্বামী-স্ত্রীর মতো!
বুধবার (১১ মার্চ) এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে বসুন্ধরার কাছে। বাংলাদেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবার মাঠে নেমেই বাজিমাত করেছেন বার্কোস। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার হ্যাটট্রিকসহ চার গোল করেছেন একাই। বার্কোস দুটি গোলে ভূমিকা রাখার পাশাপাশি বসুন্ধরার অধিনায়ক কলিনদ্রেস নিজেও পেয়েছেন জালের দেখা।
এশিয়া মহাদেশের দ্বিতীয় সেরা ক্লাব আসরে শুভ সূচনা করার পর বার্কোস-কলিনদ্রেস জুটি নিয়ে রসিক স্প্যানিশ কোচ ব্রুজোনের ভাষ্য, ‘কলিনদ্রেস এতদিন এখানে স্ত্রী ছাড়া একাকী দিন কাটিয়েছে। আমি মনে করি, সে ও বার্কোস অনেকটা স্বামী-স্ত্রীর মতো। তারা একে অন্যকে বোঝে। কেবল মাঠে নয়, মাঠের বাইরেও। আমাদের বিদেশি খেলোয়াড়রা দারুণ। আর আমি মনে করি, এ বছর আমাদের দেশি খেলোয়াড়রা আমাদের বিদেশি খেলোয়াড়দের ভালোবাসতে শুরু করবে।’
ঘরের মাঠে প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বসুন্ধরা দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ানোর উল্লাস করে। আক্রমণভাগের বার্কোস-কলিনদ্রেসের সঙ্গে মাঝমাঠের বখতিয়ার দুইশোবেকভের সমন্বয়ে টিসি স্পোর্টসকে ম্যাচ জুড়ে চাপে রাখে তারা। গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অবদানও কম নয়। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি ঠেকিয়ে অতিথিদের সমতায় ফিরতে দেননি তিনি।
ব্রুজোন তাই আলাদাভাবে বার্কোস আর কলিনদ্রেসের স্তুতি গাইলেও জয়ের কৃতিত্ব দিয়েছেন শিষ্যদের সবাইকে, ‘এটা এমন একটা ম্যাচ যার জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমাদের খেলোয়াড়রা আজ সত্যিই দারুণ খেলেছে। বার্কোসের পারফরম্যান্স ভাষায় প্রকাশ করতে পারছি না। সে বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু কেবল সে একা নয়, কলিনদ্রেস, বিপলু (আহমেদ), (মোহাম্মদ) ইব্রাহিম... আমি মনে করি, সবাই দুর্দান্ত ছিল।’
Comments