সাফল্যের চেয়েও আগ্রাসী মনোভাবকে এগিয়ে রাখছেন মাহমুদউল্লাহ

এই সাফল্যের চেয়েও মাঠের আগ্রাসী মনোভাব, দুর্বার শরীরী ভাষা এগিয়ে রাখছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ থেকে কোন কিছু নিতে হলে তাই এই মনোভাবই নেবেন তিনি।
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের এই দল বাংলাদেশের জন্য আহামরি কোন হুমকি ছিল না। সব সংস্করণে সব ম্যাচ জেতাটাই ছিল প্রত্যাশিত। জয় এসেছে অনুমিতভাবে। তবে এই সাফল্যের চেয়েও মাঠের আগ্রাসী মনোভাব, দুর্বার শরীরী ভাষা এগিয়ে রাখছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ থেকে কোন কিছু নিতে হলে তাই এই মনোভাবই নেবেন তিনি।

বুধবার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথমবার কোন দলকে এক সিরিজের তিন ফরম্যাটের সবগুলো ম্যাচই হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সিরিজ থেকে কোন প্রাপ্তিটা নেবেন অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বেছে নিয়েছেন জেতার চেয়ে জেতার ধরন,   ‘মনোভাব। প্রথমে মনোভাব পরে পারফরম্যান্স নেব। আমার মনে হয় সবার যে  মানসিকতা ও ক্ষুধা ছিল সেটা ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’

এই সিরিজের আগে গত কদিন বাংলাদেশের ক্রিকেটে ছিল মলিন সময়। বিশেষ করে পাকিস্তানে সর্বশেষ সফরে হারার চেয়ে, পীড়াদায়ক ছিল হারের ধরন। নিজেদের মধ্যে সেই আলাপ সেরে এবার তারা নেমেছিলেন ভিন্ন মেজাজে,  ‘আমরা যখন পাকিস্তানে ছিলাম তখন আমাদের মধ্যে কথা হয়েছিল কেন আমরা এরকম খেললাম। কথা হচ্ছিল এর থেকে ভালো দল আমরা এবং এর থেকে ভালো খেলতে পারি। আমাদের অবশ্যই ফিরে আসতে হবে হবে। কিছু একটা ঘাটতি  ছিল। এ সিরিজের শুরু থেকে আমাদের মনোযোগ বেশি ছিল। কাজের পরিধিও বেশি ছিল। এটা খুব ইতিবাচক ছিল।’

সহজ প্রতিপক্ষের বিপক্ষে এমন প্রভাব বিস্তার করতে পেরেছেন। এবার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। সেই পথে ফল যাইহোক তেতে থাকার বারুদটা দেখাতে চান তারা, ‘পরবর্তীতেও এগুলো খেয়াল রাখতে হবে যেন আমরা প্রভাব নিয়ে খেলতে পারি। হয়তো আজ ফল হয়েছে, কাল হবে না। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যেন আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা যদি ওই বিশ্বাস থেকে সরে যাই তাহলে আমাদের ভিত বানাতে আবার সময় লাগবে। বড় দল বিপক্ষেও খেললেও সেটা ধরে রাখতে হবে।’

 

Comments

The Daily Star  | English

Switzerland assures cooperation in repatriating illegal assets of Bangladeshis

Switzerland has pledged to fully cooperate in repatriating illegal money deposited by Bangladeshi nationals in Swiss banks, in accordance with international standards and procedures

1h ago