বেনাপোলে স্বাভাবিক রয়েছে পণ্য আমদানি-রপ্তানি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। আজ বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। প্রতিদিন পাঁচ থেকে ছয় শ ট্রাক পণ্য আমদানি ও তিন শ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন ভিসা স্থগিত করেছে ভারত সরকার। আজ সকালেও অনেক বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। আগামীকাল থেকে কাউকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে ভারতে বাংলাদেশি যারা অবস্থান করছেন, তারা যে কোনো সময় ফিরে আসতে পারবেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে গত ২৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রজেক্ট ভিসা বাদে অন্য কোনো ভিসা নিয়ে এই সময়ের মধ্যে ভারত সফর করা যাবে না।
Comments