ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম তিন রাউন্ড ঢাকার বাইরে হওয়ার কথা ছিল। কিন্তু মুজিববর্ষের বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় বদলেছে ভেন্যু। এখন আগের সূচিতেই লিগ শুরু হবে, তবে খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা আর বিকেএসপিতে।
বুধবার (১১ মার্চ) মুজিববর্ষের টি-টোয়েন্টি ও অন্যান্য আয়োজন স্থগিতের ঘোষণার পরই সভায় বসে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মূলত মাঠ সংকটের কারণেই চট্টগ্রাম ও কক্সবাজারে নেওয়া হয়েছিল লিগের প্রথম তিন রাউন্ড। কারণ আগামী ২১ ও ২২ মার্চ মিরপুরে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যকার দুটি ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছিল।
করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতিতে ম্যাচগুলো স্থগিত হয়ে গেছে অনির্দিষ্ট সময়ের জন্য। এতে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ যেহেতু ফাঁকাই পাওয়া যাচ্ছে, স্বাভাবিক কারণে লিগও নিয়ে আসা হয়েছে ঢাকাতেই।
এবার প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ। খেলা হবে মিরপুর, বিকেএসপির ৪ নম্বর মাঠ ও ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে।
১২ দল নিয়ে এবারের লিগ শুরু হচ্ছে আগামী রোববার (১৫ মার্চ)। প্রথম দিনে মিরপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দিনের অন্য দুই ম্যাচে বিকেএসপিতে খেলবে ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অব রূপগঞ্জ, ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
Comments