আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
সাভারের আশুলিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কাওছার বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় জামগড়া-তেঁতুলতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
কাওছার বেগম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দেওভাণ্ডার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল তার পরিবারের সদস্যদের নিয়ে তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে কাওছার বেগম হেঁটে একই এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন। পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। হেড ইঞ্জুরির কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক নুরুল হুদা বলেন, নিহত নারীর স্বজনরা আবেদন করেছেন ময়নাতদন্ত ছাড়াই যেন তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments