বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সাবান বিতরণ

Mollarhat_handwash_12Mar2020
আজ বৃহস্পতিবার বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক, সাবান ও সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। ছবি: স্টার

করোনাভাইরাস মোকাবেলায় বাগেরহাটের মোল্লারহাট উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মাফফরা তাসনীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামিমাসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এরপর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার মাস্ক ও সাবান বিতরণ করা হয়। সেই সঙ্গে করোনাভাইরাস থেকে বাঁচতে কী করতে হবে, কীভাবে হাত ধুতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাফফরা তাসনীন বলেন, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছি। লিফলেটগুলো সরাসরি শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। মাস্ক ও সাবান শিক্ষকদের কাছে আছে। শিশুরা হাত ধুয়ে ক্লাসে প্রবেশ করবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাই সতর্ক থাকলেই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

25m ago