ভারতে বিমান, ইউএস বাংলা, নভো এয়ার, রিজেন্টের ফ্লাইট বাতিল
করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের সঙ্গে উড়োজাহাজ চলাচল স্থগিত করছে বাংলাদেশ বিমানসহ দেশের অন্যান্য বেসরকারি এয়ারলাইনসগুলো। ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারত সরকার ট্যুরিস্ট ভিসা স্থগিতের ঘোষণা দেওয়ার পর উড়োজাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল দেশের বিমান সংস্থাগুলো।
বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, আগামী ১৪ মার্চ থেকে ভারতের কোনো রুটে তাদের উড়োজাহাজ যাবে না।
তিনি অবশ্য জানিয়েছেন, কলকাতায় থাকা বাংলাদেশিদের ফেরত আনতে আগামী ১৫ মার্চ একটি উড়োজাহাজ ছাড়া হবে।
এদিকে, বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, তারাও ঢাকা-চেন্নাই ও ঢাকা-কলকাতা রুটে ১৭ মার্চ থেকে ফ্লাইট বাতিল করেছেন।
এ ছাড়া, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজও ভারতে তাদের নিয়মিত ফ্লাইটগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
নভোএয়ারের কর্মকর্তারা জানান, তারা ১৪ মার্চ থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট স্থগিত করেছেন। রিজেন্ট এয়ারওয়েজও আগামী তিন-চার দিনের মধ্যে ফ্লাইট স্থগিত করবে।
এই দুই এয়ারলাইনসেরই ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট ছিল।
Comments