১৩ মার্চ থেকে বাংলাদেশিদের ভিসা দেবে না ভারত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শুক্রবার থেকে নতুন ভিসা ইস্যু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন।
ভারতের মন্ত্রিসভার গতকালের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা স্থগিত থাকবে। এর পরই আজ ঢাকায় দূতাবাসের ওয়েবসাইটে ভিসা দেওয়া বন্ধ রাখার কথা জানানো হলো।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে।
ভারতের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের বিমান সংস্থাগুলো ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন:
Comments