বৃষ্টিতে ভেসে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে
করোনাভাইরাসের উদ্বেগের মাঝেই সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নামার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার। কিন্তু ধর্মশালার প্রকৃতি হয়ে উঠল বড় বাধা। তুমুল বৃষ্টিতে টসই হতে পারেনি। ম্যাচ গেছে তাই ভেস্তে। সিরিজের এই ম্যাচেই কেবল দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ ছিল। পরের দুই ম্যাচে খেলা হবে দর্শকশূন্য গ্যালারিতে।
বৃহস্পতিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু টানা বর্ষণের কারণে খেলার উপযুক্ত হয়নি পরিবেশ। হয়নি টস। বিকেল পাঁচটার কিছু পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবারই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চালানোর সিদ্ধান্ত নেয় ভারত। আগামী রোববার লক্ষ্মৌতে দুদলের দ্বিতীয় ম্যাচে তাই দেখা যাবে ফাঁকা গ্যালারি।
Comments