স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত

করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আসন্ন স্বাধীনতা দিবসে সারা দেশে কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত রাখতে বলেছে সরকার। তবে, জেলা ও উপজেলায় সীমিত লোকজনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আসন্ন স্বাধীনতা দিবসে সারা দেশে কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত রাখতে বলেছে সরকার। তবে, জেলা ও উপজেলায় সীমিত লোকজনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাপক জনসমাগম নিরুৎসাহিত করতে মন্ত্রীপরিষদ বিভাগ আজ বৃহস্পতিবার এ সংশোধিত কর্মসূচি ঘোষণা করে।

সংশোধিত কর্মসূচি অনুযায়ী, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন সীমিতসংখ্যক আমন্ত্রিতদের উপস্থিতিতে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সীমিত আকারে পুষ্পস্তবক অর্পণ করতে অনুরোধ জানানো হয়েছে। স্থগিত করতে বলা হয়েছে জেলা ও উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সমাবেশ। এর পরিবর্তে, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের কাছে ফুল ও উপহার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া, ২৬ মার্চ দেশের সব সরকারি শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমা হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

2h ago