একই দিনে খালেদা জিয়ার স্থায়ী জামিন ও প্রত্যাহার
মানহানির এক মামলায় আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া স্থায়ী জামিন আদেশ কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে হওয়া মামলার জামিন শুনানির পর সকালে খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেওয়া হয়। বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুপুর আড়াইটায় মধ্যাহ্ন বিরতির পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একই বেঞ্চ ওই আদেশ প্রত্যাহার করে নেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া আদালতকে জানান, রাষ্ট্রপক্ষ থেকে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়নি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা জানান, রায়ের শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
যদিও মানহানির ওই মামলায় হাইকোর্ট থেকে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত জামিনে আছেন খালেদা জিয়া, জানান তিনি।
এরপরই খালেদা জিয়ার স্থায়ী জামিন প্রত্যাহার করেন আদালত এবং বার্ষিক অবকাশের এক সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেন।
আগামী কাল শুক্রবার থেকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে দুই সপ্তাহের বার্ষিক অবকাশ শুরু হচ্ছে।
২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্যের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে একই বছর ২৪ ডিসেম্বর নড়াইলের নড়াগাতীর রায়হান ফারুক ইমাম মামলা করেন।
Comments