গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই, পুলিশ গ্রেপ্তার

সাতক্ষীরায় দুই গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্য ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন—যশোর গোয়েন্দা বিভাগে (ডিবি) কর্মরত উপপরিদর্শক মলয় বসু ও কন্সটেবল রফিকুল ইসলাম। তাদের দুজনের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, মামলার পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোশারফ হোসেন গতকাল বুধবার আদালতে ছিনতাইয়ের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশে কর্মরতদের গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে, বলেন তিনি।
জানা যায়, গত ৪ মার্চ দুপুরের দিকে গরু ব্যবসায়ী শওকত হোসেন ও হাফিজুর রহমানের এক লাখ ২৯ হাজার টাকা ছিনতাই হয়। দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় ডিবি পরিচয়ে কয়েকজন ছিনতাইয়ের ঘটনাটি ঘটান।
সেদিন রাতেই হাফিজুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করেন।
Comments