‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া সাকিন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দুকযুদ্ধে খোকন (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
gun fight
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া সাকিন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দুকযুদ্ধে খোকন (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খোকন বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। কুমিল্লা ডিবি’র এলআইসি টিমের উপপরিদর্শক পরিমল জানান, খোকন কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা খায়রুল আলম সাধন হত্যা মামলার পলাতক আসামি এবং ডাকাত দলের সদস্য। আমাদের কাছে তথ্য ছিল ছয়ঘরিয়া সাকিন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ডাকাত দল অবস্থান করছে। তাদের মধ্যে সাধন হত্যা মামলার পলাতক আসামি খোকনও রয়েছে।

ডাকাতদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও চান্দিনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত ও ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে গুলি চালাতে চালাতে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়— বলেন পরিমল।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড গুলির খোসা, দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হবে।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago