ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মাহমুদ আদনান বলেন, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রিকশা চালক ও যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রিকশা চালকের পরিচয় জানা যায়নি। রিকশার যাত্রী আনোয়ার হোসেনের (৪০) বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
আল মাহমুদ আদনান আরও বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালককে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
Comments