অবসরের আগে অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করতে চান মুশফিক
বাংলাদেশের টেস্ট জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০০৫ সালে। প্রথম পাঁচ বছর শেষে সাদা পোশাকে গড় ছিল ২৩- এর আশেপাশে। উল্লেখ করার মতো কিছু নয় তা। ক্যারিয়ারের বয়স এখন প্রায় ১৬ বছর। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটের ধার বেড়েছে, ধারাবাহিকতা বেড়েছে। মুশফিকুর রহিমের গড়ও এখন প্রায় ৩৭। টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণ মানেই মুশফিকের ব্যাটে রান। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। গেল বছর নভেম্বরে ভারত সফরে বাংলাদফেশের বাকি ব্যাটসম্যানরা যখন ধুঁকছিলেন, তখন একমাত্র মুশফিকের ব্যাটে ছিল হাসির রেখা।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৭০ টেস্ট খেলেছেন মুশফিক। ১৩০ ইনিংসে ব্যাট করে ৩৬.৭৮ গড়ে তার সংগ্রহ চার হাজার ৪১৩ রান। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানও তার। সাতটি সেঞ্চুরির তিনটিকেই তিনি রূপান্তরিত করেছেন ডাবলে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেএসপিতে এক পুনর্মিলনী অনুষ্ঠানে ৩১ বছর বয়সী তারকা জানালেন, তার ক্রিকেটীয় ক্ষুধা আরও বেড়েছে। সামনে তিনি আরও রান করতে চান, রেকর্ড গড়তে চান, ক্রিকেটকে বিদায় জানানোর আগে অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করতে চান, ‘আমি তো মনে করি, এটা খুবই সামান্য। এখনকার ক্রিকেটের প্রেক্ষাপট থেকে যদি বলেন, তাহলে আমার কাছে এই গড় কিছুই না। আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমার আরও অনেকে কিছু অর্জন করার বাকি আছে। তবে গত পাঁচ-সাত বছর ধরে আমি যেভাবে খেলছি এবং যা করেছি, সেটার ধারাবাহিকতা যদি পরের কয়েকটা বছর ধরে রাখতে পারি, তাহলে আশা করছি, অবসর গ্রহণ করার আগে রেকর্ড আরও বড় করতে পারব।’
করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে উদ্বেগ থাকলেও, ঢাকা প্রিমিয়ার লিগ ভেন্যু বদলে যথাসময়ে মাঠে গড়াচ্ছে। মুশফিক বললেন, এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করতে হবে, আবার জীবিকার ভাবনাও মাথায় রাখতে হবে, ‘এটা বিশ্বে খুব তাড়াতাড়ি ছড়িয়েছে। আমাদের দেশেও কয়েক জনের হয়েছে। কিন্তু খুব বেশি ছড়ায়নি। যত সতর্কতা অবলম্বন করা যায় ততই ভালো। আমরা খেলোয়াড় মানুষ, খেলাধুলা না হলে আমাদের পেট কীভাবে চলবে? আর সতর্কতার কথা বললে, শুধু ভাইরাসের জন্য না, সবাই যদি নিজ নিজ কর্তব্য পালন করে, সেটা শুধু নিজের জন্য না, অন্য মানুষের জন্যও উপকারে দেবে।’
Comments