করোনাভাইরাসে ভারতে দ্বিতীয় মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষ পেতে মুখ ঢেকে ট্রেনে চলাচল করছেন দিল্লির যাত্রীরা। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে মারা গেছেন ৬৮ বছর বয়সী এক নারী। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হলো। এ ছাড়া, দেশটিতে মোট আক্রান্ত রয়েছেন ৮৫ জন।

আজ শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিাটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম দিল্লির ওই নারী গত মাসেই সুইজারল্যান্ড ও ইতালি ভ্রমণ করেছিলেন। দেশে ফেরার কিছুদিন পরেই তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসাধীন গতকাল তিনি মারা যান।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ মার্চ কর্ণাটকে ৭৬ বছর বয়সী একজনের মৃত্যু হয়। সেটিই ছিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারত ও দক্ষিণ এশিয়ার প্রথম মৃত্যুর ঘটনা।

Comments