মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ ছেড়ে জনসেবায় বিল গেটস
জনসেবামূলক কাজে সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনি মনোযোগী হতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
৬৫ বছর বয়সী গেটস ওয়ারেন বাফেটের মালিকানাধীন হোল্ডিং কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের পরিষদের পদও ছেড়ে দিয়েছেন।
বিলে গেটস বলেছেন, মাইক্রোসফট আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমি এর নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকবো। আমার কাছে বন্ধুত্ব ও অংশীদারিত্ব বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এটিকে আরেকটি ধাপে নিয়ে যেতে চাই। আমি দু’টি কোম্পানিতেই অবদান অব্যাহত রাখবো। তবে বিশ্বের কঠিন কিছু চ্যালেঞ্জের ক্ষেত্রে আমার প্রতিশ্রুতি কার্যকরকেই অগ্রাধিকার দিচ্ছি।
উল্লেখ্য, ২০০৮ সালে মাইক্রোসফটের নিয়মিত দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত ছিলেন বিল গেটস।
Comments