বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
কাঠমান্ডুতে আগামী ১৫ ও ১৭ মার্চের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
তিনি বলেন, ‘নেপালে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, আগামী ১৯ মার্চের ফ্লাইটটি যথা নিয়মেই চলবে। পরবর্তী ফ্লাইটগুলোর ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় গতকাল অন-অ্যারাইভাল ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে নেপাল।
Comments