যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরের চৌগাছা উপজেলায় বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার ভোর রাতে বল্লভপুর স্কুলের পাশে একটি মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জহুরুলের বাড়ি উপজেলার আন্দুলিয়া গ্রামে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজীব বলেন, জহুরুল একজন মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছাসহ বিভিন্ন থানায় ১০টি ও মারামারির অভিযোগে একটি মামলা রয়েছে।
‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল— মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। সে অনুযায়ী পুলিশ বল্লভপুর স্কুলের পাশে একটি মাঠে অবস্থান নেয়। ভোর রাতের দিকে মাদক চোরাকারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। সেখানে জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, গুলির খোসা ও ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে’, বলেন রিফাত খান।
Comments