‘শিক্ষার্থীদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই’

করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে স্কুল বন্ধ করা হবে কি না, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি। সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে। এর বাইরে আমাদের কোনো কথা নেই।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। ফাইল ছবি । (সংগৃহীত)

করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে স্কুল বন্ধ করা হবে কি না, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি। সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে। এর বাইরে আমাদের কোনো কথা নেই।’

আজ রোববার করোনা নিয়ে জরুরি বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরাতো কারো ওপর চাপিয়ে দিতে পারবো না। আমরা আহ্বান করতে পারি। আমাদের স্বাস্থ্য পয়েন্ট অব ভিউতে আমরা চিঠিপত্র দিয়েছি। পত্র-পত্রিকায় দিচ্ছি। এবং তাদের যে পরার্মশ দিয়েছি, সে অনুযায়ী কাজ করতে বলেছি। এর বাইরে আমরা আর কিছু বলতে পারবো না।’

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য কমিউনিকেশন একদম আলাদা। প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থী ও শিক্ষকরা যায়। সেখানে কার জ্বর সেটা সবাই জানে। দ্বিতীয়ত আপনারা দেখছেন বিশ্বব্যাপী যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বাচ্চার সংখ্যা খুবই কম। শূন্য থেকে পাঁচ বছর বয়সী প্রায় নেই। ফলে এসব দিকে থেকে এখনই স্কুল শিক্ষার্থীদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

‘অভিভাবক অবশ্যই আতঙ্কিত হবেন। আমিও অভিভাবক হিসেবে আতঙ্কিত হবো। কিন্তু, আতঙ্কিত না হয়ে আপনিও সে বিষয়ে সচেতন হবেন, সচেতন করবেন, আমিও করবো। ওই রকম পরিস্থিতি হলে অবশ্যই সরকার স্কুল বন্ধ করবে’, বলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

7m ago