‘করোনার প্রভাবে পুঁজিবাজারে পতন’

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবে পুঁজিবাজারে পতন চলছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা।

আজ রোববার দুপুর ২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক কমেছে ১৬৯ পয়েন্ট বা ৪ দশমিক ১১ শতাংশ।

ডিএসসির ব্রোকারস এসোসিয়েশনের সাবেক সভাপতি মোশতাক আহমেদ সাদেক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের কারণে পুঁজিবাজারে মন্দা চলছে।’

তিনি আরও বলেন, ‘করোনাকে কেন্দ্র করে সারাবিশ্বে পুঁজিবাজারে প্রভাব পড়েছে। বৈশ্বিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। বিভিন্ন দেশের আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ছে। এসব ভয়েই মূলত বিনিয়োগকারীরা বাজার থেকে বিনিয়োগ তুলে নেওয়ার চেষ্টা করছেন।’

অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে গেলেও তিনি বিনিয়োগকারীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago