প্রথম দিনেই যুব দলের দুই তারকার ঝলক

Avishek Das

যুব বিশ্বকাপ জেতা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের উপর বাড়তি নজর আছে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। প্রথম দিনে তাদের দুজন দেখিয়েছেন ঝলক, আরেকজনও খারাপ করেননি। অভিষেক দাস, রকিবুল হাসানের নৈপুণ্যে নামে-ভারে এগিয়ে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দিয়েছে ওল্ড ডিওএইচএস।

আজ রোববার লিগের উদ্বোধনী দিনে বিকেএসপিতে দাপট ছিল বোলারদের। ওল্ড ডিওএইচএসের ২৩০ রানের জবাবে অভিষেক, রকিবুল আর মোহাম্মদ রশিদের তোপে মাত্র ২০৫ রানে আটকে যায় রূপগঞ্জ। ২৫ রানের দারুণ এক জয় নিয়ে এবারের লিগ শুরু করেছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা ডিওএইচএস।

টস হেরে ব্যাট করতে গিয়ে ডিওএইচএসকে ভালো শুরু পাইয়ে দেন আনিসুল ইসলাম ইমন আর রাকিন আহমেদ। উদ্বোধনী জুটিতে ১০৬ রান তোলার পর ৫৯ করে ফেরেন ইমন। রাকিন আউট হন ৪৮ রান করে। তিনে নেমে বিশ্বকাপ জয়ী যুব দলের মাহমুদুল হাসান জয় খেলছিলেন চনমনে। ২ ছক্কা ও ১ চারে ৩৫ বলে ৩৫ করে আউট হন তিনি। উইকেটরক্ষক প্রিতম কুমারের ৩৩ আর অভিষেকের ১৪ ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। শেষ পর্যন্ত ২৩০ রানে থেমে যায় ডিওএইচএস।

২৩১ রানের সহজ লক্ষ্যে নেমে সাব্বির রহমান, মেহেদী মারুফ, নাঈম ইসলামদের দল পেরে ওঠেনি যুব তারকাদের মুন্সিয়ানায়। মারুফকে ফিরিয়ে প্রথম আঘাত অভিষেকেরই। জাতীয় দল থেকে বাদ পড়া সাব্বিরকে ছেঁটে ফেলেন অফ স্পিনার আলিস আল ইসলাম। উইকেট নেওয়ার পাশাপাশি রূপগঞ্জের রানের চাকাও স্থবির করে দেয় ওল্ড ডিওএইচএসের বোলাররা।

১১০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা রূপগঞ্জকে খেলায় রেখেছিলেন জাকের আলি অনিক আর সানজামুল ইসলাম। পরের স্পেলে এসে দুজনকেই ফিরিয়ে দেন অভিষেক। ৪৪ রানে ৩ উইকেট নিয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেকেই ম্যাচ সেরা হন তিনি। ৩৫ রান খরচায় ৩ উইকেট পান রশিদ। যুব দলের বাঁহাতি তারকা স্পিনার রকিবুল ১০ ওভার বল করে মাত্র ২৮ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওল্ড ডিওএইচএস: ৪৯ ওভারে ২৩০ (ইমন ৫৯, রাকিন ৪৮, জয় ৩৫, মোহাইমিনুল ১২, রাকিব ২, প্রিতম ৩৩, অভিষেক ১৪, রকিবুল ১, সোহেল ২, রশিদ ৭, আলিস ৩*;  শফিউল ০/২৯ , শহীদ ২/৪১, আল-আমিন ২/৫১, সানজামুল ১/৪৭, গাজী ৩/৫৪)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২০৫ (পিনাক ৫৩, মেহেদী ১০, সাব্বির ১৮, নাঈম ০, আল-আমিন জুনিয়র ৭, জাকের ২৮, সানজামুল ৪০, শহীদ ৯, সোহাগ ৩২, শফিউল ০, আল-আমিন হোসেন ১*; রশিদ ৩/৩৫, অভিষেক ৩/৪৪, মোহাইমিনুল ০/৩৬, আলিস ২/৩৬, রকিবুল ২/২৮, সোহেল ০/২৩)।

ফল: ওল্ড ডিওএইচএস ২৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অভিষেক দাস।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

57m ago