আশকোনা ক্যাম্প: অব্যবস্থাপনার অভিযোগ ইতালি ফেরতদের পরিবারের
আশকোনা হজ ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছেন ইতালি থেকে আসা যাত্রীদের পরিবারের সদস্যরা।
আজ রোববার সকাল ৯টার দিকে ১৫২ জন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আশকোনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ক্যাম্পের বাইরে অপেক্ষা করা ওই যাত্রীদের পরিবারের সদস্যরা জানান, ক্যাম্পে কোনো কর্তব্যরত চিকিৎসক নেই। এমনকি তাদেরকে খাবার পানি পর্যন্ত দেওয়া হয়নি।
রোববার সকালে ইতালি থেকে ফিরেছেন বাদশাহ নওশাদ রাসেল। ক্যাম্পে নিয়ে যাওয়ার পর সকালে রাসেলকে অত্যন্ত ‘নিম্নমান’ এর নাস্তা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা বাদশাহ নওফেল।
রাসেলের সঙ্গে ফোনে যোগাযোগের পর তিনি জানান, ‘সেখানে যথেষ্ট বিছানা নেই। বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও খুব একটা ভালো না। প্রায় ২০ ঘণ্টা উড়োজাহাজে কাটিয়ে দেশে আসার পর এমন আচরণ খুবই অমানবিক।’
ইতালি থেকে দেশে ফেরা আশকোনা হজ ক্যাম্পে আছেন মাহবুব আলম। তার বাবা দেলোয়ার হোসেন জানান, ক্যাম্পের তুলনায় বাড়িতেই ছেলেকে ভালোভাবে আইসোলেশনে রাখা সম্ভব। তিনি বলেন, ‘যদি কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে আমি ছেলেকে বাসায় নিয়ে যেতে চাই।’
ক্যাম্পের অব্যবস্থাপনার এসব অভিযোগ নাকচ করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘ক্যাম্পে যাওয়ার পরপরই সবাইকে সকালের নাস্তা ও খাবার পানি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘কারা এ ধরনের অভিযোগ করছে আমি জানি না। এই অভিযোগ সঠিক নয়।’
Comments