অস্ত্র ও মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোর রাতে শহরের বেজপাড়া বনানী রোডে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা আসাদকে আটক করেন। তার বাড়িতে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, চারটি শক্তিশালী হাতবোমা, এক বোতল বিদেশি মদ ও এক শ পিস ইয়াবা পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ ও বিস্ফোরকদ্রব্য আইনে কোতোয়ালি থানায় দায়ের হওয়া তিনটি মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, আসাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
আসাদুজ্জামান আসাদ মৃত আহম্মদ আলীর ছেলে। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসাদ চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে যশোর শহরে পরিচিত। গ্রেপ্তারের পরে তিনি নিজেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু বলেন, আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা। তবে তিনি কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে নেই।
Comments