জনশূন্য ভ্যাটিকান সিটিতে পোপের প্রার্থনা
প্রতি রোববারের প্রার্থনায় পোপ ফ্রান্সিসকে এক ঝলক দেখার জন্য যেখানে হাজার হাজার ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বী উপস্থিত হন, সেখানে রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা প্রাঙ্গণের বর্তমান ভূতুড়ে পরিস্থিতি দেখে যে কারও মন হাহাকার করে উঠতে পারে।
পোপকে সাধারণত এভাবে শূন্যে হাত নেড়ে একাকী প্রার্থনা করতে দেখা যায় না।
করোনাভাইরাস সতর্কতায় গোটা ইতালি অবরুদ্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভ্যাটিকান নিউজের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
জনসাধারণের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা প্রাঙ্গণ বন্ধ করে দেওয়ায়, অ্যাপোস্টোলিক গ্রন্থাগারের ভেতর থেকে গতকাল প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে গতকাল এক দিনে ইতালিতে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জনে।
After praying the Angelus from his library in the Vatican’s apostolic palace, #PopeFrancis blessed an empty St. Peter’s square and the city of Rome from his window. The faithful cannot gather in Rome due to measures put in place to contain the #coronavirus. Vatican Media pic.twitter.com/6XyGW7wWto
— National Catholic Register (@NCRegister) March 15, 2020
এর আগে, গত সোমবার থেকে ইতালিতে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল, জিম, জাদুঘর, নাইট ক্লাব এবং অন্যান্য ভেন্যুও বন্ধ রয়েছে।
Comments