বাংলাদেশ দলের পাকিস্তান সফর স্থগিত
আভাস মিলছিল আগেই। বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরূপ পরিস্থিতিতে সিরিজ হওয়ার সম্ভাবনা ক্ষীণ দেখছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বাকি ছিল ঘোষণা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশেষে সেই ঘোষণাও দিয়ে দিল। তারা জানিয়েছে, এপ্রিল মাসের শুরুতে এক ওয়ানডে ও এক টেস্টের বাংলাদেশের সফর স্থগিত করা হয়েছে।
২৯ মার্চ ওয়ানডে ও টেস্ট খেলতে করাচিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ১ এপ্রিল ওয়ানডে ও ৫ এপ্রিল থেকে খেলার কথা ছিল টেস্ট ম্যাচ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, দুই ক্রিকেট বোর্ডের সমঝোতার প্রেক্ষিতে এই সফর এই সময়ে স্থগিত করা হয়েছে। সফরের নতুন সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
করোনাভাইরাসের কারণে, চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টুর্নামেন্টও কাটছাঁট করে পিসিবি। টুর্নামেন্ট শেষ না করেই বেশ কয়েকজন ক্রিকেটার ফিরে যান দেশে।
নিরাপত্তার কারণে পাকিস্তানে নির্ধারিত সফর এবার চূড়ান্ত হয়েছিল তিন ধাপে। প্রথম ধাপে গিয়ে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ দল। এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাতে হার ২-০ ব্যবধানে। পরে ৭ ফেরুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটি খেলে আসে বাংলাদেশ দল। সেই টেস্টেও ইনিংস ও ৪৪ রানে হারেন মুমিনুল হকরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে করাচিতে গিয়ে দ্বিতীয় টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের।
করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের বেশিরভাগ ক্রীড়া আসরই বন্ধ হয়ে গেছে। এই সময়ে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হয়েছে বাংলাদেশ। তবে পিসিবি জানিয়েছে, ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টও আপাতত স্থগিতই থাকছে।
করোনাভাইরাসে পাকিস্তানে ইতোমধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। কেবলমাত্র করাচিতেই ১৫ জনের বেশি আক্রান্ত পাওয়া গেছে। শহরটির শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েকদিন থেকেই বন্ধ।
Comments