সাভারে ৩২০ কেজি জাটকা জব্দ

Savar_Mobile_Court
সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া থেকে ৩২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ছবি: স্টার

সাভারের তেঁতুলঝোড়া থেকে ৩২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজারের আড়ত থেকে জাটকা ইলিশগুলো জব্দ করা হয়।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, একদল অসাধু মাছ ব্যবসায়ী জাটকা ইলিশ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ওই আড়তে অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান ও ৩২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছের দাম প্রায় চার লাখ টাকা। তবে মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের আটকরা করা সম্ভব হয়নি। পিকআপ ভ্যান চালক হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের উপস্থিতিতে জাটকা ইলিশগুলো বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে, বলেন হারুন অর রশিদ।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

Now