ডিসিসহ কুড়িগ্রাম থেকে ৪ জন প্রত্যাহার
কুড়িগ্রামে সাংবাদিককে নিপীড়নের ঘটনায় জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসকসহ চার জনকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা চার কর্মকর্তা হলেন— জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলাম।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে এম আল-আমীনের সই করা প্রজ্ঞাপনে নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামের প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা অপর এক প্রজ্ঞাপনে সুলতানা পারভীনের প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হলো।
কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ রেজাউল করিমকে। শেখ রাসেল হাসানের সই করা প্রজ্ঞাপনে আজ এ কথা জানানো হয়।
Comments