মুন্সিগঞ্জে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিট

করোনাভাইরাস মোকাবিলায় মুন্সিগঞ্জে ইউনাইটেড হাসপাতালের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে ২৫ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। যেটির উদ্বোধন করা হবে আগামীকাল ১৭ মার্চ।
আজ সোমবার ইউনাইটেড হাসপাতাল থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারের আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের আইসোলেশনের জন্য ঢাকা থেকে এক ঘণ্টা দূরত্বে মুন্সিগঞ্জের লৌহজং থানার গাঁওদিয়ায় ইউনাইটেড হাসপাতালের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারটিতে ২৫ শয্যার স্বয়ংসম্পূর্ণ আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। আগামীকাল ১৭ মার্চ মুজিব শতবার্ষিকীতে এটি উদ্বোধন করা হবে।
Comments