ভারতে বিক্রি হচ্ছে গোমূত্র, প্রতি লিটার ৪০০ রূপি
গোমূত্র পান করলে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে এ ধারণা ছড়িয়ে পড়েছে ভারতে। দেশটির বাজারে বিক্রি হচ্ছে গোমূত্র ও গোবর।
প্রতি লিটার গাভীর গোমূত্র বিক্রি হচ্ছে ৪০০ রূপিতে। এরসঙ্গে পাওয়া যাচ্ছে গোবরও। গোবরের কেজি ৫০০ রূপি। ষাড়ের মূত্রের দাম প্রতি লিটার ৩০০ রূপি।
আজ ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হুগলির ডানকুনির দিল্লি রোডের একটি দোকানে টেবিলে সাজিয়ে গোমূত্র বিক্রি করছেন শেখ মাবুদ আলি। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে তিনি বলছিলেন, ‘একবার খেয়ে দেখুন। করোনা ছুঁতেও পারবে না…!’
এছাড়া কিছুদিন আগে গোমূত্র পার্টির আয়োজন করেছিল ভারত হিন্দু মহাসভা। সেখানেও অনেক মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল।
Comments