ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাইভেট শিক্ষক কর্তৃক এসএসএসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।
আজ সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে হরিপুর উপজেলা পরিষদ অবরোধ করে মানববন্ধন করেন স্থানীয়রা।
এ সময় তারা ওই শিক্ষককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ও উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানকে স্মারকলিপি দেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে অভিযুক্ত শিক্ষকের কোচিং সেন্টার আছে। রোববার সকালে ওই পরিক্ষার্থীকে সেন্টারে আসতে বলেন। সকাল সাড়ে ১০টার দিকে কোচিং সেন্টারে আসেন। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক তাকে ধর্ষণ করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন সাড়ে বারোটার দিকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই পরিক্ষার্থী ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় তার বাবা অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিম বলেন, ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছি।
Comments